Meherunnisa Girls' School & College

54/1 North Circular Road, Kalabagan, Dhanmondi, Dhaka-1205
Mujib 100
50-min
Latest News
Total Visitors: 40007

নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২১ মোতাবেক মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ৫৪/১, নর্থ সার্কুলার রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫ এ কলেজ শাখায় সরকারি বিধি মোতাবেক শূন্য (MPO, বেতন গ্রেড-১৮) পদে ১ জন ল্যাব সহকারী (পদার্থবিজ্ঞান), ১ জন ল্যাব সহকারী (রসায়ন), ১ জন ল্যাব সহকারী (উদ্ভিদবিজ্ঞান/প্রাণিবিজ্ঞান) এবং ১ জন ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) নিয়োগ দেয়া হবে। প্রথম ৩টি পদে আগ্রহী প্রার্থীদের এসএসসি তে বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং চতুর্থ পদে আগ্রহী প্রার্থীদের এসএসসি তে বিজ্ঞান বিভাগ ও আইসিটি/কম্পিউটার বিষয় থাকতে হবে। আবেদনকারীকে স্বহস্তে লিখিত আবেদন পত্র, এসএসসি পরীক্ষার পাশের সনদ, মার্কশীট, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং অধ্যক্ষ বরাবর ৩০০ টাকার ব্যাংক ড্রাফট আগামী ৩০-০৫-২০২৪ তারিখ দুপুর ২ ঘটিকার মধ্যে অধ্যক্ষ্যের কার্যালয়ে পাঠাতে হবে। যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার দরকার নেই। -অধ্যক্ষ

সার্কুলার-দৈনিক ইত্তেফাক, ১০/০৫/২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*
*